chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ওয়ালটন শো-রুম চুরি, তিন নৈশ প্রহরীর দিকে সন্দেহের তীর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে ওয়ালটন কোম্পানীর একটি শোরুমে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার সংলগ্ন আনজুমান ইসলাম মার্কেটের আল-আমিন ইলেকট্রনিক্স (ওয়ালটন শোরুমে) এ চুরির ঘটনাটি ঘটে।

৩/৪ জনের একটি চোরের দল শোরুমের ভেন্টিলেটর ভেঙে দোকানে থাকা ওয়ালটন কোম্পানির ২০টি দামি মোবাইল ফোন ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন শোরুম কর্তৃপক্ষ।

এ ঘটনায় আজ বুধবার রাতে ওয়ালটন শোরুমের এর মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

মার্কেটের তিন নৈশ প্রহরী এ চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করে মালিক মোহাম্মদ আলী জানান, বার আউলিয়া বাজারে রাতে তিন নৈশ প্রহরী দায়িত্ব থাকা অবস্থায় চোরের দল দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে কিভাবে ভেতরে প্রবেশ করে ২০টি দামি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় এমন প্রশ্ন করেন তিনি।

তিনি আরো জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে চোরদের দেখা গেলেও মুখে মাক্স থাকার কারণে তাদেরকে স্পষ্টভাবে চেনা যাচ্ছে না।

সীতাকুণ্ড থানার এসআই হারুন উল রশীদ চুরির অভিযোগ দায়েরের কথা স্বীকার করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর