chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি। এসময় পাচার কাজে জড়িত কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ ২বিজিবির সদস্যরা রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ছুরিখাল এলাকা থেকে এসব মাদক জব্দ করে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদ পেয়ে লেদা বিওপির জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন অনুপ্রবেশকারী হস্তচালিত একটি নৌকা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় অনুপ্রবেশকারীরা বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের আড়াল হয়ে নৌকাযোগে শুন্য রেখা অতিক্রম করলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে কেওড়া বাগান তল্লাশী করে ৪টি বস্তা উদ্ধার করে বস্তার অভ্যান্তরে থাকা সাড়ে ৩ লাখ ইয়াবা বড়ি গুলো জব্দ করা হয়।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...