chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে জানতে চান হাইকোর্ট

ডেস্ক নিউজ : বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে রিট আবেদনটি শুনানির জন্য এক মাস মুলতবি রেখেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন চৌধুরী।

এর আগে গত ১১ সেপ্টেম্বর এ কে এম ফজলুল্লাহর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অভিযোগ দেন চট্টগ্রাম ওয়াসার গ্রাহক মো. হাসান আলী। তবে এ বিষয়ে প্রতিকার না পেয়ে ২০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন তিনি।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর