chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এনবিআরকে ৯১ লাখ টাকা ভ্যাট দিলো ফেসবুক 

ডেস্ক নিউজঃ ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আগস্ট মাসের প্রাপ্য ৯১ লাখ ৩৯ হাজার টাকা ভ্যাট জমা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে।

এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল এর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যক্তিগত জরিমানা জমা দেয়।

চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে।

এইচটিটিপুল এর ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর