chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শতাধিক পর্যটক আটকা পড়েছে সেন্টমার্টিনে

 নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক।বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায়  পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। এ কারণে তারা ওই দ্বীপ থেকে ফিরতে পারছেন না।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ জানান, রবিবার সকালে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস এবং টেকনাফ থেকে কয়েকটি ট্রলারে করে সেন্টমার্টিনে ভ্রমণে যান পর্যটকরা। সেদিনই ৯০ জনের বেশি পর্যটক টেকনাফ এবং কক্সবাজারে ফিরে যান। তবে পরদিন থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায়  সেন্টমার্টিনে  আটকা পড়েন শতাধিক পর্যটক।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম চট্টলার খবরকে বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সোমবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচবন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। তাদের খোঁজখবর রাখতে  পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও ইউনিয়ন পরিষদের সদস্যদের বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ওই  পর্যটকদের ফেরত আনা হবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...