chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জিপিএইচ ইস্পাত কারখানায় ভারতীয় নাগরিকসহ দগ্ধ ৭

নিজস্ব প্রতিনিধি : উত্তপ্ত লোহার সিলকা গায়ে পড়ে ভারতীয় নাগরিকসহ ৭ শ্রমিক দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলো নুরুজ্জামান (৪০), শাহিন আলম (২৮), আমির হোসেন(২৭),কে ওয়াল সিং (৪৬), টিপু সুলতান(৩৩), রাবিন্দ্র (২৫) ও শহিদুল ইসলাম(২৭)।

বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি আছেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা গলানোর ফার্ণেস থেকে হঠাৎ ছুটে আসা উত্তপ্ত সিলকা এসে গায়ে পড়লে ৭ কর্মচারীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

সহকর্মীরা আহত সকলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে প্রত্যেককে হাসপাতালের ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করে দেন কর্তব্যরত চিকিৎসক।

আহত শ্রমিকদের শরীরের ১১-১৫ শতাংশ দগ্ধ হলেও তারা বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন আলাউদ্দিন।

এ ব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, চমেক হাসপাতাল থেকে শুনেছি জিপিএইচ কারখানায় কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় এবং ঘটনাও বড় না।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...