chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এনজিওর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারীতে এনজিওর ঋনের চাপ সইতে না পেরে মানসিক বিপর্যয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মেখল ইউনিয়নের মোজাফ্ফরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওই গৃহ বধূর নাম- লুবনা শর্মা (৩৮)। সে ওই এলাকার মৃত চন্দ্র মোহন শীলের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, লুবনার স্বামী অরুণ শর্মা দীর্ঘ ২০ বছর যাবৎ শ্বশুর বাড়ীতে থাকতেন। বছর খানেক আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে ওমানে পাঠান লুবনা। কিন্তু সেখানেও তিনি সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন।

এদিকে এক এনজিও’র ঋণ শোধ করতে গিয়ে আরেক এনজিও থেকে ঋণ করতে করতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে লুবনা। প্রায় ৮ লাখ টাকা কিস্তি ও ঋণ থাকায় আর্থিক দুশ্চিন্তা থেকেই তিনি আত্মহত্যার পথ বেচে নেন।

এ বিষয়ে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মোজাহিদ চট্টলার খবরকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের সিলিং থেকে ওড়না পেঁচানো অবস্থায় লুবনার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্যে মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর