chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসির মামলায় জামিন পেলেন না ডা. সাবরিনা

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্রে তথ্য গোপন করে দ্বিতীয়বার জাতীয় পরিচয়পত্র করার অভিযোগে নির্বাচন কমিশন (ইসি)’র দায়ের করা মামলায় জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২  সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী শুনানি শেষে এ আদেশ দেন।  ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উল্লেখ্য ডা. সাবরিনা চৌধুরী তার ব্যক্তিগত তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার হন। এবং দু’টি জাতীয় পরিচয়পত্র নেন। এসকল পরিচয়পত্রের একটিতে তার জন্ম তারিখ ২ ডিসেম্বর ১৯৭৮। অপরটিতে ২ ডিসেম্বর ১৯৮৩। দুই আইডিতে বয়সের ব্যবধান ৫ বছর। তার  আইডি দুইটিতে স্বামীর নামও ভিন্ন। তাছাড়া একাধিক স্থায়ী ও বর্তমান ঠিকানা ব্যবহার করে ভোটার হন ডা. সাবরিনা। তার দুটি পরিচয়পত্রই অকার্যকর করা হয়েছে।

এএমএস/

এই বিভাগের আরও খবর