chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এম.ফিল ও পিএইচ.ডি ভর্তির সময়সীমা বাড়ালো চবি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এম.ফিল/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চবি তথ্য শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এম.ফিল/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত গবেষক ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনার কারণে (কোভিড-১৯) নির্ধারিত সময়ের মধ্যে যে সকল গবেষক ভর্তি ও নাম তালিকাভুক্ত হতে পারেননি, তাদেরকে বিলম্ব ফিসসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সীমা ২১ সেপ্টেম্বর থেকে ৫ ই অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এম.ফিল/পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তিচ্ছুদের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখা থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করে আগামী ৫ অক্টোবর বেলা ১ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারিতে প্রচারিত রেজিস্ট্রার অফিসের স্মারক নং:জি-৪৭৯(১০)/১৭৩৮(২০০) বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এসএএস/ এএমএস

এই বিভাগের আরও খবর