chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মসজিদে বিস্ফোরণ: মারা গেলেন আরও ১ জন

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শাহাদাত হোসেন সিফাত (১৯)  নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানাগেছে,  ফাতের বাড়ি নারায়ণগঞ্জের তল্লায়। তার বাবার নাম মো. স্বপন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ‌্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন।

 

 

Loading...