chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম বন্দরে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দরের উত্তর আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় সড়কের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে প্রায় ৩ একর জমি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বন্দরে উচ্ছেদ অভিযানচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ চট্টলার খবরকে জানান, বন্দরের উত্তর আবাসিক এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে অনেক দোকানপাট গড়ে উঠেছিল।

এতে বন্দরের জমি বেদখল হয়ে যাওয়া ছাড়াও এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছিল। অভিযান চালিয়ে ৩ শতাধিক দোকান উচ্ছেদ করে প্রায় বন্দরের ৩ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে।

চখ/এমএইচআই

এই বিভাগের আরও খবর
Loading...