chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে ক্লিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ক্লিংকারবোঝাই ‘টিটু-১৯’ নামে লাইটার জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে।

জাহাজটিতে ১ হাজার ৩০০ টন ক্লিংকার ছিলো বলে জানা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা যায় বৈরি আবহাওয়ার সাগর উত্তাল থাকায় ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ‘টিটু-১৯’ ডুবে যায়। খবর পেয়ে জাহাজে থাকা ১৩ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর