chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মানহীন ও ত্রুটিপূর্ণ মেডিকেল সামগ্রী বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মানহীন ও ত্রুটিপুর্ণ মেডিকেল সামগ্রী বিক্রি বন্ধে নগরীতে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরের প্রবর্তক মোড় ও আন্দরকিল্লায় এ অভিযান চালানো হয়।

এসময় প্রবর্তক মোড়ে রওশন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে নিম্নমানের ত্রুটিপূর্ণ মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সময় প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের মেডিকেল সরঞ্জাম বিক্রি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারে রোগীদের মধ্যে ভুল বার্তা যাওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

যারা নিম্নমানের সামগ্রী বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এসএএস/এএমএস

এই বিভাগের আরও খবর