chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনামুক্ত মালাইকা

ডেস্ক নিউজঃ প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন বলিউডের ‘মুন্নী’ খ্যাত মালাইকা অরোরা। তবে এবার করোনামুক্ত হলেন তিনি। কিন্ত করোনা থেকে এখনও রক্ষা পাননি তার প্রেমিক অর্জুন কাপুর।

রবিবার(২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেন এ অভিনেত্রী। সেই সাথে ভক্ত অনুরাগীদের সাথে একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি নাইট স্যুট পরা অবস্থায় কফির কাপ হাতে  বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন।

এর আগে, ৬ সেপ্টেম্বর একইদিনে প্রেমিক জুটি অর্জুন ও মালাইকা অরোরার করোনা আক্রান্ত হন।পরের দিন আনুষ্ঠানিকভাবে নিজের কভিড পজিটিভ হওয়ার খবর জানান অভিনেত্রী।

নিলা চাকমা/ চখ

 

 

এই বিভাগের আরও খবর
Loading...