chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নৌকায় মন্টু মিয়ার ভাসমান চায়ের দোকান

ছবি প্রতিবেদন : ষাটোর্ধ্ব মন্টু মিয়ার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানা চরপাথরঘাটা এলাকায়। ছেলে নেই, মেয়েটারও বিয়ে দিয়েছেন অনেক আগে। ঘরে অসুস্থ স্ত্রী। সংসারের হাল ধরতে হবে। হাতে পুঁজি মাত্র ৪ হাজার টাকা।

বয়সের কারণে কোথাও চাকরিও মিলছে না। অভাব অনটনে দিশেহারা মন্টু মিয়ার মাথায় হঠাৎ ব্যবসার চিন্তা এলো। সে চিন্তা থেকেই সঞ্চিত ৪ হাজার টাকা নিয়েই তিনি ব্যবসা শুরু করেন।

নগরীর ফিরিঙ্গীবাজার এক নম্বর ব্রীজঘাট কর্ণফুলি নদীর তীরবর্তী একটি ভাঙ্গা নৌকায় শুরু করেন ভাসমান চা দোকান। আর এ দোকানই এখন নদীর উভয় পারের বাসিন্দাদের ক্লান্তি ও ক্ষুধা নিবারণের অন্যতম স্থান।

ইনসেটে চা পান করছেন নদী পারাপারের জন্য অপেক্ষমান যাত্রীরা। ছবিটি আজ সোমবার সকাল ১১টায় তোলা। ছবি – এম ফয়সাল এলাহী

এই বিভাগের আরও খবর