chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাবেক ওসি প্রদীপের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দুদকের দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক চট্টলার খবরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্নীতির দায়ে দুদকের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো.রিয়াজ উদ্দিন তার সম্পত্তি ক্রোকের আবেদন করলে আদালত সেটি আমলে নিয়ে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। এই আবেদনের প্রেক্ষিতে প্রদীপের জ্ঞাত আয় বহিভূর্ত সম্পত্তি ক্রোক করার আইনগত প্রক্রিয়া শুরু হলো

এর আগে সকালে ওসি প্রদীপের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী রতন চক্রবর্তী। তার জামিনের বিষয়েও কোন সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর দুপুরে প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে আনা হলে তার পক্ষে জামিন চাওয়া হয়। তখন মহানগর স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। আজ (২০ সেপ্টেম্বর) ওসি প্রদীপের জামিন আবেদনের শুনানি ছিলো।

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর