chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারও পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত

ডেস্ক নিউজ : আবারও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্দর দিয়ে পেঁয়াজ রফতানির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে ৫ দিন বন্ধ রাখার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) ভারতে আটকে পড়া পেঁয়াজ রফতানি শুরু করেন ব্যবসায়ীরা। সে সময় ১১টি ট্রাকে ২৪৬ টন পেয়াঁজ বাংলাদেশে প্রবেশ করে যার অধিকাংশ পঁচা।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক সমিতি সূত্রে জানা যায়, গত সোমবার হঠাৎ করে কোনও কিছু না জানিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে ভারত। পরে শুক্রবার একটি আদেশ জারি করে যে, গত রবিবার টেন্ডার হওয়া পেঁয়াজগুলো তারা রফতানি করবে। সেই মোতাবেক অনুমতি দেওয়ায় গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়।