chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অসুস্থ মুক্তিযোদ্ধা শেখ মানিককে দেখতে গেলেন মোসলেম উদ্দিন ও আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)’র সাবেক কার্যকরী সভাপতি অসুস্থ মুক্তিযোদ্ধা শেখ মানিককে দেখতে গেলেন চট্টগাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে অসুস্থ এই নেতাকে দেখতে বন্দর হাসপাতালে যান তারা। এসময় তারা অসুস্থ নেতার সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের কাছ থেকে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। আ জ ম নাছির উদ্দীন এবং মোসলেম উদ্দিন আহমদ অসুস্থ শেখ মানিকের দ্রুত রোগমুক্তি কামনা করেন।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদসহ বন্দর সিবিএ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএমএস/

এই বিভাগের আরও খবর
Loading...