chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৫ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে চট্টগ্রামে কমে গেল করোনার নমুনা পরীক্ষার সংখ্যা। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৫ জন; এর মধ্যে ১৮ জন মহানগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ২৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৬১ জন মহানগরের ও ৫ হাজার ২০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৪ জন; এর মধ্যে ১৯৬ জন মহানগরের ও ৮৮ জন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা থেকে ৯৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন। তাদের মধ্যে ৩ হাজার ৪৬ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

সিভিল সার্জন জানান, শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ২ ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৫ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৫ জনের করোনা রোগ শনাক্ত হয়েছে।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৯ জনের নমুনা মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর