chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে চুরি যাওয়া সিগারেট মিলল পটিয়ায়, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে থেকে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট পটিয়া থেকে উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

এ ঘটনায় রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইঁয়া বলেন, মো. ফয়সাল খন্দকার নামে একজন ব্যক্তি গতকাল শুক্রবার থানায় এসে অভিযোগ করেন গত ১৬ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটসহ একটি ভ্যান চুরি হয়েছে।

এ ঘটনায় শুক্রবার মামলা করার চার ঘণ্টার মধ্যে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোর থেকে আমরা তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট উদ্ধারসহ রনি কান্তি ধর ও নয়ন দেবকে গ্রেপ্তার করি।

শনিবার সকালে গ্রেফতার ২ আসামিকে আদালত পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...