chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসি নিয়ে বৈঠকে বসছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা

ডেস্ক নিউজ: করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। যার ফলে ঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও (এইচএসসি)। এদিকে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা।

আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এতে সভাপতিত্ব করবেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মু. জিয়াউল বিষয়টি নিশ্চিত করে বলেন, এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায়, সে বিষয়ে বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানদের ডাকা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে, সে বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

মু. জিয়াউল হক জানান, যেদিন থেকেই পরীক্ষা নেওয়া হউক না কেন, অন্তত ১৫ দিন আগে পরীক্ষার দিন-তারিখ এবং কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এমআই/

এই বিভাগের আরও খবর