chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৬০ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে আরও ৬০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে ৪৩ জন মহানগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ২৪৪ জনের মধ্যে ১৩ হাজার ৪৩ জন মহানগরের ও ৫ হাজার ২০১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮৪ জন। এর মধ্যে ১৯৬ জন মহানগরের ও ৮৮ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৫ ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০২ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৪ ও উপজেলার ১২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ১২০ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৩ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জনের নমুনা মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১০২ জনের নমুনার মধ্যে মহানগরের ৯ জনের করোনা পাওয়া গেছে। এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৩ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর