chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আল্লামা শফীর মৃত্যু: প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক জ্ঞাপন

ডেস্ক নিউজ: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফী। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় তারা সমবেদনা জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।

দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এমআই/

এই বিভাগের আরও খবর
Loading...