chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাত্র সাড়ে তিন টাকায় ১ জিবি হাইস্পিড ইন্টারনেট

প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট সম্পর্কে অবগত নয় এমন মানুষ বর্তমানে খুঁজে পওয়া মুশকিল। বলা চলে ইন্টারনেট ছাড়া এখন অচল দুনিয়া। তার উপর লকডাউনে বেশ কিছুটা বেড়ে গিয়েছে ইন্টারনেট এর ব্যবহার।

সেই কথা মাথায় রেখেও গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে নানান রকম অফার দিয়ে আসছে ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা (Reliance Jio) রিলায়েন্স জিও। দেশের সেরা মুকেশ আম্বানির এ টেলিকম সংস্থাটি এবার মাত্র সাড়ে ৩ টাকায় দিচ্ছে ১ জিবি ডাটা।

এই প্ল্যান মূলত সেই সমস্ত গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে যাঁরা বেশি ইন্টারনেট ব্যবহার করতে চান একেবারে কম খরচে!

শুধু তাই নয়, দুর্দান্ত এ রিচার্জ প্ল্যানে ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা এবং অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে তিন হাজার মিনিটের টক টাইম ও ৩০০টি এসএমএস সুবিধা।

রিলায়েন্স জিও-র নতুন এই রিচার্জ প্ল্যানের মূল্য পড়বে ৫৯৯ টাকা। ৮৪ দিনের মেয়াদ থাকছে এ প্ল্যানে।

সেক্ষেত্রে ৫৯৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা মোট ১৬৮ জিবি হাইস্পিড ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। অর্থাৎ, এই প্ল্যানে ১ জিবি ডেটা গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র সাড়ে ৩ টাকায়!

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...