chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিজের চক্ষু হাসপাতালের মান বাড়াতে চট্টগ্রামে সাংসদ মমতাজ

নিজস্ব প্রতিবেদক : বাবার চোখের সমস্যা থেকে উদ্বুদ্ধ হয়ে ‘মমতাজ চক্ষু হাসপাতাল’ প্রতিষ্ঠা করেছি বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মমতাজ বলেন, বাবার চোখে সমস্যা শুরু হলে ডাক্তার ছানি অপারেশন করার পরামর্শ দেন। তখন ভালো মানের চক্ষু হাসপাতালের তৈরি করার পরিকল্পনা করি। সেই পরিকল্পনার অংশ হিসেবে মনিকগঞ্জে ‘মমতাজ চক্ষু হাসপাতাল’ করি।

পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন কেন্দ্রের সুনাম দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশে। তাই নিজের চক্ষু হাসপাতালে সেবার মান বাড়ানোর লক্ষ্যে অভিজ্ঞতা নিতে চট্টগ্রামে এসেছি।

সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) সাজিউল ইসলাম, হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, মিডিয়া স্পেশালিস্ট বিশ্বজিৎ পাল।

এই বিভাগের আরও খবর