chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুজিব বর্ষ নিয়ে বাড়াবাড়ি নয় : প্রধানমন্ত্রী

কেউ অতি উৎসাহী হবেন না: এত উৎসাহী থাকলে’ ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর লাশ সেখানে পড়ে থাকত না

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুজিব বর্ষ নিয়ে কেউ অতি উৎসাহী হবেন না। এত উৎসাহী থাকলে’ ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর লাশ সেখানে পড়ে থাকত না। আমার মা (বেগম ফজিলাতুন্নেছা মুজিব) এবং পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্টের শাড়ি দিয়ে দাফন করা লাগত না। এখন আমি মারা গেলে কী হবে, তা-ও জানি। কাজেই কোনো বাড়াবাড়ি নয়।

প্রধানমন্ত্রী তাঁর মায়ের একটি কথা উদ্ধৃত করে বলেন, ‘আব্বাকে আমার মা বলতেন, “আপনি যখন জেলে যান, তখন সাজানো বাগান রেখে যান। কিন্তু জেলখানায় যাওয়ার পরই এ বাড়ি (ধানমন্ডি ৩২) বিরানভূমি হয়ে যায়। কেউ আসে না, যদি আমাদের সহায়তা করতে হয়। আবার আপনি যখন আসেন, তখন বাগান ভর্তি হয়ে যায়। ” কাজেই আমার এবং রেহানার পরিষ্কার বার্তা—আমরা চাই না মুজিব বর্ষ নিয়ে বাড়াবাড়ি কিছু হোক।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন. ১৯ ফেব্রুয়ারী

এই বিভাগের আরও খবর