chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার শহীদ – দিশার রসায়ন

ডেস্ক নিউজঃ  ‘যোদ্ধা’ নামে এক সিনেমায় জুঁটি বেঁধে আসছে  দিশা পাটানি- শহীদ কাপুর। প্রথমবার তাদের প্রেমের রসায়ন দেখবে দর্শক। 

জানাগেছে, এই সিনেমাটির পরিচালকের আসনে থাকবেন ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমাখ্যাত শশাঙ্ক খাইতান। প্রযোজনা করছেন করন জোহর। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শশাঙ্কের পরবর্তী সিনেমায় দিশা চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম যোদ্ধা। এতে প্রথমবারের মতো পর্দায় রোমান্স করবেন দিশা ও শহিদ। সিনেমাটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর থাকবে এবং খুব বড় পরিসরে নির্মাণ হবে। শহিদের পাশাপাশি দিশাকেও অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এই মুহূর্তে, সিনেমা সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।’

শহিদ কাপুরের পরবর্তী সিনেমা ‘জার্সি’। একই নামে তেলেগু ভাষার একটি সিনেমার হিন্দি রিমেক এটি। অন্যদিকে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’, ‘কেটিনা’ এবং ‘এক ভিলেন টু’ সিনেমায় দেখা যাবে দিশাকে

এই বিভাগের আরও খবর
Loading...