chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে নৌকা ডুবি নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেন এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজের একদিন পার হয়ে গেলেন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় এই রিপোর্টি লিখা পর্যন্ত নিখোঁজ ২ জনকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ দুইজন হলেন, খুলশী ঝাউতলা এলাকার তাজুল ইসলাম (৩২) ও ডবলমুরিংয়ের মনসুরাবাদ এলাকার ফয়দুল (৫০)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী বলেন, গতকাল বুধবার বিকেলে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর নিচে ডিঙ্গি নৌকা করে পার হওয়ার সময় স্রোতের সাথে ডুবে যায়। এ সময় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল বুধবার বিকেল সাড়ে ৫ টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মো. জাহিদ বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে ডুবুরিদের বেগ পেতে হচ্ছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলতে থাকবে।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...