chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থাপ্পড় দেওয়ার অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

খেলার খবর : মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে থাপ্পড় দেওয়ার অভিযোগে পিএসজির তারকা ফুটবলার নেইমারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

গত রোববার ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন নেইমারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজ।

বিবাদে গঞ্জালেজের মাথার পেছনে চড় মেরে দ্বিতীয়বারের মতো হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। আগামী রবিবার নিসের বিপক্ষের ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।

এদিকে ম্যাচশেষে নেইমার দাবি করেন মাঠে আলভারো তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। সেই ম্যাচেই হাতাহাতিতে জড়িয়ে পড়ায় লালকার্ড দেখেছিলেন দুই দলের পাঁচজন ফুটবলার। সবাইকে শাস্তি দিয়েছে এলএফপি।

বিষয়টি নিয়ে এক টুইট বার্তায় নেইমার লিখেছিলেন, ‘গঞ্জালেসের মাথায় থাপ্পড় না দিয়ে বরং ওর মুখে ঘুষি মারা উচিত ছিল। কারণ, অকথ্য ভাষায় বর্ণবিদ্বেষমূলক গালাগাল দিয়েছেন। আমাকে বাঁদর বলে গালি দিয়েছেন গঞ্জালেস। আমি এর বিচার চাই।’

পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর