chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বব্যাপী করোনা শনাক্ত ৩ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ৭ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৫ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, করোনায় নতুন করে প্রাণহানি ঘটেছে ৬ হাজার ২২০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৭০৭ জনে ঠেকেছে।

এদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৬১ হাজার ৭০৭ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ছুঁই ছুঁই।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৬৮ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ২ লাখ ১ হাজার ৩৪৮ জন ভুক্তভোগী।

ভারতে গত একদিনেই ৯৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৬ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৮৩ হাজার ২৩০ জনে ঠেকেছে।

তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ২১ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৪ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৯১৭ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

পেরুতে আক্রান্ত ৭ লাখ ৪৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৫১ জন।

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৬ হাজারের অধিক মানুষের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৮১ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭১ হাজার ৯৭৮ জন মানুষের।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭০৫ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্তের ৬ লাখ ১৪ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ৩০ হাজার ২৪৩ জনের।

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৯ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণ হারিয়েছেন ১২ হাজার ১১৬ জন ভুক্তভোগী।

ইরানে করোনার শিকার ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ৬৩২ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৪ লাখ ৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ গেছে ৩১ হাজার ৪৫ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৮৪ জনের।

বাংলাদেশে গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৬৭১। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৮২৩ জনের।

এমআই/

এই বিভাগের আরও খবর