chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

রাজনীতি ডেস্ক : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বুধবার রাজধানীর পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। বাহাউদ্দিন নাছিম নিজেই তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।

তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট থেকেও আওয়ামী লীগের সাবেক এ সাংসদের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে তিনদিন আগে তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। গতকাল মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

চখ/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...