chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোতোয়ালীতে নকল সেলাই মেশিন কারখানায় র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় নকল সেলাই মেশিন তৈরির কারখানার  অভিযান চালিয়েছে র‌্যাব-৭।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আন্দরকিল্লার ‘নুর সেলাই মেশিন’র একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এ সময় ‘নুর সেলাই মেশিন’ এর মালিক মোঃ মহসিন (৪৫) কে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ ওমর ফারুক।

কোতোয়ালীতে নকল সেলাই মেশিন কারখানায় র‌্যাবের অভিযান

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন চট্টলার খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নুর সেলাই মেশিনের গোডাউনে অভিযান চালায় র‌্যাব।

এসময় গোডাউন থেকে নামীদামি কোম্পানির নামে নকল করা ৮১ টি সেলাই মেশিন, বিভিন্ন ব্র্যান্ডের লোগো,কাগজের স্টিকার,স্কচটেপ,কালার স্প্রে, কার্টনসহ বিপুল পরিমাণ নকল করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিদেশ থেকে নিম্নমানের সেলাই মেশিন এনে এসব সরঞ্জাম ব্যবহার করে নকল মেশিনকে আসল বলে বিক্রি করে প্রতারনা করে আসছিলো।

কামরুল/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর