chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক : গত ১৪ সেপ্টেম্বর ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষনার পর পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। যার প্রভাব পড়ে খুচরা বাজারেও।

এমন অস্থিরতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) খাতুগঞ্জের আড়তসহ নগরের বেশ কিছু খুচরা বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেয়াঁজ বিক্রি করায় খাতুনগঞ্জের আল- আরাফাত ট্রের্ডাসসহ ৯ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য গত দু’তিন দিন আগেও চট্টগ্রামের খাতুনগঞ্জে পেয়াঁজের পাইকারী দাম ছিলো কেজি প্রতি ৩৫-৪০ টাকা। বর্তমানে সে পেঁয়াজ প্রায় ৩০ টাকা বেড়ে কেজিতে দাঁড়িয়েছে ৬০-৬৫ টাকা। পাইকারী বাজারে যখন এমন দূরাবস্থা তখন তার পুরো প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকার মধ্যে।

গত বছরের সেপ্টেম্বর মাসেও পেয়াঁজের বাজার অস্থির হয়ে পড়ে। চলতি বছরেও পেয়াঁজের বাজারে এমন অস্থিরতায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারন ভোক্তার।

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর