chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারের এসপি মাসুদকে বদলি, নতুন এসপি হাসানুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টলার খবরকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের নবাগত ডিআইজি আনোয়ার হোসেন।

তিনি বলেন, আজই এসপি মাসুদ হোসেনকে বদলি করা হয়েছে। এটা নিয়মিত বদলির একটি অংশ। মাসুদ হোসেনকে কক্সবাজার রেঞ্জের রাজশাহী জেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে ঝিনাইদাহ জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামনকে কক্সবাজারে জেলার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। খুব শীঘ্রই নতুন এসপিরা দায়িত্ব বুঝে নিবেন।

বিসিএস ২৪ তম ব্যচের কর্মকর্তা মাসুদ হোসেন ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব পান।

কামরুল/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...