chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশের বিরুদ্ধে সাজানো মামলায় ফেঁসে গেলেন নিজেই

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মিথ্যা অভিযোগ এনে ফেঁসে গেলেন বাদী নিজেই। এ সময় মিথ্যা মামলা দায়ের করার অপরাধে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে সাজানো মামলার বাদী নুরুল আবছারের বিরুদ্ধে মামলা করেন।

জানা যায় ২০১৫ সালের ২৫ মার্চ ক্রসফায়ারে ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা চাদা দাবি করেন পতেঙ্গা থানার সাবেক ওসি (বর্তমানে পাঁচলাইশ থানা) আবুল কাশেম ভূঁইয়া ও  তার অনুগত ৯ পুলিশ সদস্য।  পরে নুরুল আবছার ১৫ লাখ টাকা ঘুষ প্রদান করে তিনি ছাড়া পান। এই মর্মে বাদী নুরুল আবছার ওসি আবুল কাশেম ভূঁইয়াসহ ৯ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন।  পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে দুদক।  তদন্তে অভিযোগ মিথ্যা প্রমানিত হয়।

এ ঘটনায় মিথ্যা মামলার দায়ে নুরুল আবছারের বিরুদ্ধে দুদক মামলা করে।  যার মামলা নাম্বার-১২

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর