chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অভিনেতা মহিউদ্দিন বাহারও মারা গেছেন

ডেস্ক নিউজঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অভিনেতা মহিউদ্দিন বাহারও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়ষ ছিল মাত্র ৭৩ বছর।

সোমবার(১৪সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, অনেক দিন ধরে হার্ট, কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। ভোর পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ আসর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। চাকরিজীবী হলেও তিনি নিয়মিত অভিনয় চালিয়ে গেছেন। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে নিয়মিত মুখ ছিলেন তিনি।

 

এই বিভাগের আরও খবর
Loading...