chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নেপালে ভূমিধস, নিহত ১২

ডেস্ক নিউজঃ নেপালে প্রবল বৃষ্টিপাত, এতে দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস নিহত হয়েছেন ১২ জন।

জানাগেছে, রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বে তিব্বত সীমান্তবর্তী বারাহবিস গ্রামে ব্যাপক ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ওই গ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ২১ জন। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রাম বাগলাংয়ে ভূমিধসে আরও দুজনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, দুটি ভূমিধসই ভোরের আগে ঘটেছে। এর ফলে লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেনি। এছাড়া নিখোঁজর রয়েছে অসংখ্য মানুষ। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।

নিলা চাকমা/ চখ

এই বিভাগের আরও খবর
Loading...