chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধোরলা কালাইয়ার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩শ’ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম- জয়নাল আবেদীন (৪৫) সে বেয়ালখারীর শাকপুরা ৭নং ওয়ার্ডের মৃত জহুরুল আলমের ছেলে বলে জানা গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে আটক করা হয়। পরে তাকে বহন করা সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩শ’ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামল দায়ের করা হয়েছে।

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...