chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিদায় নিচ্ছে দাদাগিরি

বিনোদন ডেস্ক : রবিবার (১৩ সেপ্টেম্বর)  রাত ৮টার গ্র্যান্ড ফিনালে ‘তারায় তারায় খচিত’র মাধ্যমে এ বছরের জন্য বিদায় নিচ্ছে  ‘দাদাগিরি সিজন ৮’।

জানাগেছে, গানের আসরে থাকবেন চন্দ্রবিন্দু, সোমলতা আচার্য, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, ‘ব্যান্ডেজ’ ব্যান্ড এবং মীর। থাকবে আড্ডাও। প্রতি পর্বের বিজয়ী জেলা, প্রতিযোগীরা তো বটেই, বিশেষ আড্ডায় ‘মহারাজ’-কে সঙ্গ দেবেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, মনামী ঘোষের মতো তারকা।

মনামী মানেই নাচ, কাঞ্চন-বিশ্বনাথ এক হলেই হাসির ফোয়ারা। প্রতিযোগিতার সঙ্গে বিনোদনের প্যাকেজ এই সিজনের স্পেশালিটি। ফিনালে উঠে আসা পাঁচ জেলার প্রতিনিধিদেরও সেলেবরা আড্ডার ফাঁকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করবেন। এ সবের ঝলক প্রোমোতেই মিলেছে।

এই বিভাগের আরও খবর
Loading...