chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চার দিনের সফরে তুর্কি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

জাতীয় ডেস্ক : তুরস্কের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সম্পর্ক উন্নয়নে আজ তুর্কি’ উদ্দেশ্যে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চার দিনের সফরে আগামী ১৫ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লুর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দেশটির রাজধানী আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নবনির্মিত “বাংলাদেশ চ্যান্সরী কমপ্লেক্স ” এর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও।

তাছাড়া এই সফরে দুদেশের বানিজ্যিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যাও উঠে আসবে। তুরস্ক প্রথম থেকেই বাংলাদেশ কে সাপোর্ট করে আসছে।

পরবর্তী ১৫ ই সেপ্টেম্বর রিসেপ তাইয়োপ এরদোয়ানের সাথে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বৈঠক অনুষ্ঠিত হবে।এবং ১৬ ই সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌছাতে যাচ্ছে।

চখ/রাসেল/রাজীব

এই বিভাগের আরও খবর
Loading...