chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন মিশা

ডেস্ক নিউজঃ পরিবারকে সময় দিতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। অভিনেতা। গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান তিনি।

জানাগেছে,  সেখানে গিয়েছেন এক সময়ের খলচরিত্রের শক্তিমান এ মিশা সওদাগর জানান, পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও চলচ্চিত্রের মানুষদের নিয়ে কাজ করার জন্য যেতে পারেননি। করোনার সময়টায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য এতদিন দেশে ছিলাম।

মিশা সওদাগর ১৯৮৬ সালে বিএফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলা চলচ্চিত্রে পা দেন। ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এই ছবিতে তিনি নায়ক হয়ে কাজ করলেও সফলতা পাননি। পরবর্তিতে তিনি নিজেকে খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

 

 

এই বিভাগের আরও খবর
Loading...