chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার করোনাক্রান্ত আফতাব

বিনোদন ডেস্ক : এবার করোনা রিপোর্ট পজিটিভ এল অভিনেতা আফতাব শিবদাসানির। মুম্বইতে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে, এবং সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক বলিউড তারকার নাম।

সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন আফতাব নিজেই। হালকা জ্বর এবং শুকনো কাশিতে ভুগছেন অভিনেতা, সেই কারণেই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এদিন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এল। আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন আফতাব শিবদাসানি।

আফতাব ইনস্টাগ্রামে লেখেন, ‘ হ্যালো, আশা করছি সকলে ভালো আছো এবং নিজেদের খেয়াল রাখছো। আমরা হালকা উপসর্গ ছিল, জ্বর এবং শুকনো কাশি হচ্ছিল কয়েকদিন ধরে। এবং সেই কারণেই আমি কোভিড-১৯ পরীক্ষা করাই।

https://www.instagram.com/p/CE_pHIRJK0E/

এবার করোনাক্রান্ত আফতাব

দুর্ভাগ্যবশত আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমাকে চিকিত্সকরা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। আমি সকলকে অনুরোধ করছি যারা সাম্প্রতিক সময়ে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন এবং সুরক্ষিত থাকুন। আমরা একসঙ্গে যৌথভাবে এই লড়াই নিঃসন্দেহে জয়ী হব।

এই বিভাগের আরও খবর
Loading...