chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : দুদকের দায়ের করা মামলায় আদালতে হাজির করতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

জানা যায়, দুদকের মামলায় আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) হাজিরা দিতে তাকে চট্টগ্রামে আনা হয়েছে। এর আগে গত ২৩ আগস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদি হয়ে মামলাটি দায়ের করেন আদালত ১৪ সেপ্টেম্বর আদেশের শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর
Loading...