chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৫ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : নিয়োগপত্র প্রদানসহ ৫ দফা দাবিতে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ডাকে নগরীর সল্টগোলা এলাকায় কর্মসূচির সমর্থনে অবস্থান করছেন।

ধর্মঘটের ফলে চট্টগ্রাম থেকে কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী বলেন,আমরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতি করছি। আমাদের দাবি মেনে নিলে আমরা কর্মবিরতি তুলে নিবো। এ পরিস্থিতি নিয়ে পুলিশের সীতাকুণ্ড সার্কেল এএসপির সঙ্গে শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক চলছে।  কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম বন্দরের সকল কনটেইনার পরিবহন ও ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।

ইউনিয়নের ৫ দফা দাবির মধ্যে রয়েছে—  শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম-এর বেআইনিভাবে কাটা টাকা ফেরত দেওয়া, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম-এর আগে ছাঁটাই করা ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করা।

ধর্মঘট প্রসঙ্গে  চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজ থেকে কন্টেইনার উঠানামা পুরোদমে চালু আছে। বন্দরের জাহাজ থেকে কনটেইনার ওঠার নামার সকল কাজ চলমান রয়েছে।

এসএএস/

এই বিভাগের আরও খবর