chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে আরও ৪৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে নকুন করে ৪৯ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে মহানগরের ৩৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৫ জন রয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৭৯৯ জনের মধ্যে ১২ হাজার ৭০৭ জন মহানগরের ও ৫ হাজার ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৮ জন; এর মধ্যে ১৯২ জন মহানগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৩১৫ জনের নমুনা পরীক্ষায় মহানগরের ৩ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ৩ ও উপজেলার ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১০ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে মহানগরের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এসএএস/

এই বিভাগের আরও খবর