chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাস্তায় ঘুমোচ্ছে হাজারো মানুষ

ডেস্ক নিউজঃ  ইউরোপের দেশ গ্রিসে লেসবস দ্বীপের  শরণার্থী শিবিরে আগুন লাগার ঘটনা ঘটেছ। এই দ্বীপে বাস প্রায় ১২ হাজার মানুষের। ঘরহারা এসব মানুষেরা আশ্র‍য় নিয়েছে রাস্তায়। সেখানে শরণার্থীদের শুয়ে থাকার দৃশ্যটি মানুষের মনে ব্যাপক নাড়া দিয়েছে।

ডেইলি মেইল’র এক প্রতিবেদন থেকে জানা গেছে,  যে শরণার্থী শিবিরে আগুন লেগেছে সেখানে সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষ রয়েছে।

এরইমধ্যে লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের আশ্রয় দেয়ার জন্য তিনটি জাহাজ পাঠাচ্ছে গ্রিস। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, লেসবস দ্বীপের উদ্দেশ্যে একটি ফেরি ও নৌবাহিনীর দুটি জাহাজ রওনা দিয়েছে।

দেশটির অভিবাসনমন্ত্রী নোটিস মিতারাচি জানান, এই জাহাজগুলোতে প্রায় ২ হাজার মানুষকে সাময়িক আশ্রয় দেয়া হবে। তিনি আরো জানান, সরকার মরিয়া ক্যাম্প এলাকায় জরুরি ভিত্তিতে আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে।

জানা গেছে, বুধবার সকালে ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে শরণার্থী শিবিরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেকেই আহত হন।

নিলা চাকমা/ চখ

এই বিভাগের আরও খবর