chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৯ মাসেই কেড়ে নিল ৯ লাখের বেশি প্রাণ

ডেস্ক নিউজঃ বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তান্ডব চলছে ৯মাস ধরে। তবুও মৃত্যুর  এবং আক্রান্তের  মিছিল প্রতিনিয়ত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ ৯ মাসে প্রাণ নিয়েছে ৯ লাখেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৮০ লাখ ২৫ হাজার ১৮১ জনের।

এদিকে, করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন। একই সময়ে  যুক্তরাষ্ট্রতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।

পাশাপাশি, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বে দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।  গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজার ৭৩৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ লাখ ৬৫ হাজার ৮৬৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৭১ হাজার ৭৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ হাজার ৯৩৯ জন।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫৩ জন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৭ হাজার ৭৮৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৯০ জন, কর্ণাটকে ৬ হাজার ৮০৮ জন, দিল্লিতে ৪ হাজার ৬৩৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৬৩৪ জন।

অন্যদিকে, আক্রান্তের তালিকায় বাংলাদেশও পিছিয়ে নেই। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৬৩৪ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি।  বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৩১ হাজার ৭৮ জন। সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশে চার হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভারতের আরও প্রায় ৯০ হাজার মানুষ করোনা আক্রান্ত

তাই আমাদের এখনই স্বাভাবিক জীবনে ফেরার চিন্তা বাদ মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। আর না দিলেই, দিতে হবে মানলে আকাশসমান মাসূল।

নিলা চাকমা/চখ

এই বিভাগের আরও খবর