chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান

১০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারের বড় মসজিদ সংলগ্ন ২ নম্বর গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬ টা ১০ মিনিটে  বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে পুড়ে গেছে  ৮টি দোকান। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া (জোন-৩) জানান,স্থানীয়দের খবর পেয়ে ফটিকছড়ি ও হাটহাজারী স্টেশন থেকে ৩টি গাড়ি গিয়ে ২ ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৮ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে ৮জন মালিকের ৮টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে- একটি হার্ডওয়্যারের দোকানে, ২টি হোমিও ফার্মেসি, একটি কাপড়ের দোকান, একটি সেলুন, একটি ব্রিক ফিল্ড অফিস ও দুইটি  মোবাইল সার্ভিসিংয়ের দোকান পুড়ে যায়।

এসএএস/

এই বিভাগের আরও খবর
Loading...