chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার ফিরলো মহেশ

ডেস্ক নিউজঃ করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকে শুটিং। তবে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হচ্ছে। একে একে  শুটিংয়ে ফিরছে তারকারা। এবার ফিরলো জনপ্রিয় তেলেগু অভিনেতা মহেশ বাবু

বুধবার (৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের অণ্নপূর্ণা স্টুডিওটিতে একটি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন মহেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শুটিং সেটে হলুদ রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরে আছেন এই অভিনেতা। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছেন তিনি।

করোনাভাইরাসের কারণে ভারতের লকডাউনের সময় ঘরেই ছিলেন মহেশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভাইরাস নিয়ে নানা সচেতনামূলক পোস্টও করেছেন। গত ৯ আগস্ট ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিন উপলক্ষে ভক্তদের কোনো স্থানে জমায়েত না হওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। গত ৩১ আগস্ট এই সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পরশুরাম। এতে মহেশের বিপরীতে অভিনয় করছেন কীর্তি সুরেশ। নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

নিলা চাকমা/চখ

Loading...