chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে আগ্রহীদের কাছে ফরম বিক্রি  শুরু হচ্ছে। বৃহস্পতিবার(১০সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে এ ফরম দেওয়া হবে। এটি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

জানা গেছে, ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করা হবে। ১০ ও ১১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফরম পাওয়া যাবে।

প্রার্থীদের সাক্ষাৎকার হবে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সাক্ষাৎকার গ্রহণ করবে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সংসদীয় বোর্ড।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

নিলা চাকমা

এই বিভাগের আরও খবর
Loading...